Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০১৯

কারাতে

 

 

১।   ক্রীড়া বিভাগের নামঃ কারাতে

 

২।   কারাতে জাপানের রিউ রিউকু দ্বীপে বিকশিত একটি মার্শাল আর্ট। এ খেলাটি আংশিকভাবে দেশীয় যুদ্ধ পদ্ধতি। কারাতে একটি আঘাতের কৌশল যেখানে ঘুষি, লাথি, হাঁটু এবং কনুইয়ের আঘাত ও মুক্তহস্ত কৌশল যেমন ছুরিহস্ত ব্যবহার করা হয়। এছাড়া কিছু ইভেন্টে আঁকড়ে ধরা, আবদ্ধ করা, বাঁধা, আছাড় এবং অতীব গুরুত্বপূর্ণ পয়েন্টে আঘাত শেখানো হয়। কারাতে অনুশীলনকারীকে কারাতেকা বলা হয়।

 

৩।   ২০১২ সালের মার্চ মাসে ১২ জন প্রশিক্ষণার্থী ও ১ জন কোচ নিয়ে কারাতে বিভাগের যাত্রা শুরু হয়।

 

৪।    বর্তমানে এ ক্রীড়া বিভাগে ৩ জন কোচ নিয়োজিত আছেন।

 

৫।    ০১ জানুয়ারি ২০১৯ তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ২৬ জন ছেলে প্রশিক্ষণার্থী রয়েছে । 

 

৬।   আঞ্চলিক কেন্দ্র বরিশালে  এই ক্রীড়া বিভাগের ১৪ জন  প্রশিক্ষণার্থী রয়েছে।

 

৭।   প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে কারাতে ম্যাট ও ওয়েট ট্রেনিং সরঞ্জামাদি সহ  অন্যান্য সুবিধাদি রয়েছে।

 

৮।   এ পর্যন্ত  এই ক্রীড়া বিভাগ থেকে  ৫ জন প্রশিক্ষণার্থী জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।