Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০১৯

তায়কোয়ানডো

 

 

১।   ক্রীড়া বিভাগের নামঃ      তায়কোয়ানডো

 

২।   তায়কোয়ানডো একটি মার্শাল আর্ট ও দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা। এটা যুদ্ধ কৌশল, আত্মরক্ষা, খেলাধুলা, ব্যায়াম, এবং কিছু কিছু ক্ষেত্রে ধ্যান এবং দর্শনের সম্মিলন। অনুশীলনকারীদের সংখ্যার দিক থেকে ১৯৮৯ সালে তায়কোয়ানডো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মার্শাল আর্ট হিসেবে বিবেচিত হয়েছিল। জিওরজি তায়কোয়ানডো’র একটি ধরন যা ২০০০ সাল থেকে  অলিম্পিক ইভেন্ট এর অন্তর্ভুক্ত।

 

৩।  ২০১২ সালে বিকেএসপিতে ১২ জন প্রশিক্ষণার্থী  নিয়ে তায়কোয়ানডো বিভাগ চালু হয়।

 

৪।   বর্তমানে এ ক্রীড়া বিভাগে ৩ জন কোচ নিয়োজিত আছেন।

 

৫।    ০১ জানুয়ারি ২০১৯ তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে  ঢাকা বিকেএসপিতে ১১ জন ও বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বরিশালে  ০৯ জন  সহ মোট ২০ জন ছেলে  প্রশিক্ষণার্থী রয়েছে । 

 

৬।   প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে আন্তর্জাতিক মানের সকল সরঞ্জামাদি রয়েছে।   

 

৭।   এ পর্যন্ত এই ক্রীড়া বিভাগ থেকে ৪ জন  প্রশিক্ষণার্থী জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছে।