Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০১৯

ঊশু

 

 

১.      ক্রীড়া বিভাগের নাম:   উশু

 

২.      ‘উ’ অর্থ মার্শাল এবং ‘শু’ অর্থ আর্ট। উশু চায়নিজ ম্যান্ডারিন ভাষার একটি শব্দ যার অর্থ মার্শাল আর্ট। সাধারণত এই খেলাটি কুংফু নামে ব্যাপকভাবে পরিচিত।প্রায় চার হাজার বছর আগে চীন দেশে এই খেলার উৎপত্তি। বর্তমানে এটি উশু খেলা নামে শতাধিক দেশে জাতীয় পর্যায়ে এবং আর্ন্তজাতিক পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে।

 

৩।     বিকেএসপিতে ২০১২  সালে উশু ক্রীড়া বিভাগের যাত্রা শুরু হয়।

 

৪।     বর্তমানে এ ক্রীড়া বিভাগে ০৩ জন কোচ নিয়োজিত আছেন ।

 

৫।      ০১ জানুয়ারি ২০১৯  তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ঢাকা বিকেএসপিতে  ২৭ জন ছেলে  প্রশিক্ষণার্থী  ও আঞ্চলিক প্রশিক্ষণ  কেন্দ্র, বরিশালে ১০ জন  প্রশিক্ষণার্থী রয়েছে।


 

৬।     প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জামাদি রয়েছে।    

 

৭।     এ পর্যন্ত  এই ক্রীড়া বিভাগ থেকে ৮ জন প্রশিক্ষণার্থী জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।