১. ক্রীড়া বিভাগের নামঃ আর্চারি
২. ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এই উপমহাদেশের কমবেশি প্রতিটি মানুষ তীর ধনুকের সাথে পরিচিত। বঙ্গালি তার স্মৃতির দুয়ার খুলেই দেখতে পায় তীর ধনুকের ছবি। আর সেই স্মৃতিময় তীর ধনুকই আজকের আর্চারি। প্রায় ৪০০ (চারশত) বছর পূর্বে ইংল্যান্ডে প্রথম আর্চারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর্চারি একটি মনস্তাত্ত্বিক খেলা বিধায় বাংলাদেশের সামগ্রিক আবহাওয়া ও পরিবেশ এই খেলার জন্য উপযুক্ত। ২০০২ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে আর্চারি খেলা শুরু হয়।
৩. ২০০৯ সালে বিকেএসপিতে আর্চারি বিভাগের যাত্রা শুরু হয়।
৪. বর্তমান আর্চারি বিভাগে ৩ জন দেশি ও ১ জন ভারতীয় কোচ রয়েছেন।
৫. ০১ জানুয়ারি ২০১৯ তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ঢাকা বিকেএসপিতে ১৮ জন ছেলে ও ১৮ জন মেয়ে প্রশিক্ষণার্থী রয়েছে।
৬. আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এই ক্রীড়া বিভাগের কোন প্রশিক্ষণার্থী নেই।
৭. আর্চারি বিভাগের প্রশিক্ষণের জন্য একটি সুপ্রশস্ত মাঠ, একটি আর্চারি সেড ও প্রশিক্ষণের প্রয়োজনীয় উপকরণ রয়েছে।
৮. এ পর্যন্ত এই ক্রীড়া বিভাগ থেকে ৮ জন ছেলে ও ৬ জন মেয়ে প্রশিক্ষণার্থী জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। এদের মধ্যে শেখ সজিব, মোহাঃ হাকিম আহমেদ রুবেল, মোহাঃ তামিমুল ইসলাম, হিরা মনি , মোছাঃ রাদিয়া আক্তার শাপলা অন্যতম।