Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০১৯

ক্রিকেট

 

 

১।   ক্রীড়া বিভাগের নাম : ক্রিকেট

 

২।   ক্রিকেট হচ্ছে ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে এগারোজন খেলোয়াড়বিশিষ্ট দুইটি দল অংশ নেয়। এই খেলাটির উদ্ভব হয় ইংল্যান্ডে। পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলোসহ অন্যান্য দেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে চলছে।  ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি । টেস্টখেলুড়ে দেশগুলি ছাড়াও আইসিসি অনুমোদিত আরো দু’টি দেশ অর্থাৎ মোট ১২টি দেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে থাকে। একদিনের ক্রিকেটে জয়লাভ দু'ধরণের হয়:- (ক) রানের ব্যবধানে এবং (খ) উইকেটের ব্যবধানে।

 

৩।   ১৯৮৭ সালে   ৩৬ জন প্রশিক্ষণার্থী নিয়ে বিকেএসপিতে  ক্রিকেট ক্রীড়া  বিভাগের যাত্রা শুরু হয়।

 

৪।   বর্তমানে এ ক্রীড়া বিভাগে ২০ জন কোচ নিয়োজিত আছেন ।

 

৫।    ০১ জানুয়ারি ২০১৯  তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ঢাকা বিকেএসপিতে  ৯৩ জন ছেলে  ও ২৮  জন মেয়ে এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে ৬০ জন, চট্টগ্রামে ৫৬ জন, বরিশালে ৩০ জন এবং খুলনায় ৩৩ জন ছেলে  প্রশিক্ষণার্থী রয়েছে । 

 

৬।   প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে ঢাকা বিকেএসপিতে ৪টি ক্রিকেট মাঠ, ১টি ইন্ডোর ক্রিকেট সেন্টার, ৯ টি আউটার টার্ফ প্র্যাকটিস উইকেট ও ২টি আউটডোর কনক্রিট প্র্যাকটিস উইকেট রয়েছে। এছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে ১টি ক্রিকেট মাঠ, সিনথেটিক পিচ সহ ১টি ইন্ডোর ক্রিকেট সেন্টার, ৪টি আউটার টার্ফ প্র্যাকটিস উইকেট ও ২টি আউটডোর কনক্রিট উইকেট,  বরিশালে ১টি ক্রিকেট মাঠ ও ৪টি আউটার টার্ফ প্র্যাকটিস উইকেট, খুলনায় ১টি ক্রিকেট মাঠ ও ২টি আউটার টার্ফ প্র্যাকটিস উইকেট  এবং চট্টগ্রামে ১টি মাঠ, সিনথেটিক পিচ সহ ১টি ইন্ডোর ক্রিকেট সেন্টার, ২টি আউটডোর কনক্রিট প্র্যাকটিস উইকেট ও রেজিসট্যান্স ট্রেইনিং ফ্যাসিলিটি হল রয়েছে।   

 

৭।   এ পর্যন্ত  এই ক্রীড়া বিভাগ থেকে ৩০ জন ছেলে ও  ৯ জন  মেয়ে প্রশিক্ষণার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। এদের মধ্যে এ এন এম নাঈমুর রহমান, আল শাহরিয়ার রোকন, সাজিত হাসান, মোঃ রাহুল, সাজ্জাদ হোসেন শিপন, আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, কাজী শাহাদাৎ হোসেন, সগির হোসেন পাভেল, আনামুল হক বিজয়, মমিনুল হক, শামসুর রহমান, সোহরাওয়ার্দী  শুভ, সৌম্য সরকার, লিটন দাস, তানভীর আহমেদ,  মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, জাকির হাসান, আফিফ হোসেন অপু, ফারজানা হক, শারমিন আক্তার, নাহিদা আক্তার অন্যতম। এছাড়া বিসিবি আয়োজিত বিভিন্ন বয়সভিত্তিক খেলায় বা প্রিমিয়ার লিগ ক্রিকেটে বিকেএসপির ক্রিকেটারদের প্রধান্য রয়েছে।