Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০১৯

জুডো

 

 

১.    ক্রীড়া বিভাগের নামঃ     জুডো

 

২.   ১৫৩২ খ্রিষ্টাব্দে লাথিচুই-রিও মার্শাল আর্টটি জাপানে ‘জুজিৎসু’ রূপে প্রতিষ্ঠিত এবং জুডোর খেলার উৎপত্তি হয় জুজিৎসু থেকে। জুডোর শাব্দিক অর্থ ভদ্র পথ। জুডোর প্রতিষ্ঠাতা ড. জিগারো কানো। জুডো অন্যকে আক্রমণের কৌশল নয় বরং  অস্ত্র ছাড়া খালি হাতে  নিজেকে রক্ষা করার কৌশল মাত্র।

 

৩.   ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ১ জন কোচ ও ৮ জন প্রশিক্ষণার্থী নিয়ে বিকেএসপিতে জুডো বিভাগের যাত্রা শুরু হয়।

 

৪।   বর্তমানে এ ক্রীড়া বিভাগে ২ জন কোচ নিয়োজিত আছেন ।

 

৫।    ০১ জানুয়ারি ২০১৯ তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ১৩ জন ছেলে  ও ১৩ জন মেয়ে প্রশিক্ষণার্থী রয়েছে। 

 

৬।   আঞ্চলিক কেন্দ্রে  এই ক্রীড়া বিভাগের কোন  প্রশিক্ষণার্থী নেই।

 

৭।   প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে জিমন্যাশিয়ামের অভ্যন্তরে ৩ সেট  জুডো ম্যাট রয়েছে।   

 

৮।   এ পর্যন্ত এই ক্রীড়া বিভাগ থেকে ৮ জন ছেলে ও ৭ জন মেয়ে প্রশিক্ষণার্থী জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।