Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০১৯

টেনিস

 

 

১।   ক্রীড়া বিভাগের নামঃ  টেনিস

 

২।   টেনিস  বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া হিসেবে পরিচিত। লন টেনিস নামেও বিশ্বের অনেক দেশে এ খেলার পরিচিতি রয়েছে। যিনি এ খেলায় অংশগ্রহণ করেন, তিনি 'টেনিস খেলোয়াড়' নামে পরিচিতি পান। টেনিস খেলার জন্য প্রয়োজন হয় টেনিস কোর্ট,  তারযুক্ত একটি দণ্ড যা 'র‌্যাকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল। উইম্বলডন চ্যাম্পিয়নশীপ, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন - টেনিসের চারটি বড় প্রতিযোগিতা, যা প্রতি বছর নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা নামে পরিচিত।

 

৩।   ১৯৮৭ সালে ০৪ জন প্রশিক্ষণার্থী  নিয়ে টেনিস বিভাগের যাত্রা শুরু হয়। 

 

৪।   বর্তমানে এ ক্রীড়া বিভাগে ৪ জন কোচ নিয়োজিত আছেন ।

 

৫।      ০১ জানুয়ারি ২০১৯  তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে  ২৭ জন ছেলে  ও ৮ জন মেয়ে প্রশিক্ষণার্থী রয়েছে । 

 

৬।   আঞ্চলিক কেন্দ্রে  এই ক্রীড়া বিভাগের কোন  প্রশিক্ষণার্থী নেই।

 

৭।   প্রশিক্ষণার্থীদের নিয়োমিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে  ০২টি সিনথেটিক ও ৪টি সিমেন্ট এর কোর্ট এছাড়া বিভিন্ন ক্রীড়া ইভেন্ট এর  নানা সরঞ্জামাদি রয়েছে।   

 

৮।   এ পর্যন্ত  এই ক্রীড়া বিভাগ থেকে  ৯  জন ছেলে ও  ৩ জন  মেয়ে প্রশিক্ষণার্থী জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।