Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ এপ্রিল ২০২৩

মহাপরিচালক

ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ, পিএসসি

 

ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ, পিএসসি, ০৩ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ২০তম মহাপরিচালক হিসেবে যোগদান করেন। ব্রিগেডিয়ার জেনারেল ফুয়াদ ১৯৯০ সালের ২১ ডিসেম্বর ২৩ তম লং কোর্সে  বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোর-এ কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা হিসাবে অসামান্য পেশাদারিত্ব ও দক্ষতার সাথে বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইন্সট্রাকশনাল এপয়েন্টমেন্টে দায়িত্ব পালন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর হতে পিএসসি এবং ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে Master of Development Studies (MDS) ডিগ্রি অর্জন করেন।  তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর একজন গর্বিত সদস্য ছিলেন এবং বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ কর্মরত থাকাকালীন বিভিন্ন সেক্টরে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন । ব্রিগেডিয়ার জেনারেল ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে  MBA ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে একজন পিএইচডি ফেলো হিসেবে অধ্যয়নরত। শান্তিরক্ষী হিসেবে  তিনি জাতিসংঘ শান্তিরক্ষা  মিশনে কুয়েত, ইরাক ও কঙ্গোতে নিয়োজিত ছিলেন। বিকেএসপির মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি পাসপোর্ট অধিদপ্তরের অধিনে পরিচালিত ই-পাসপোর্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন ক্রীড়াপ্রেমী এবং  Passionate গলফার।